আজকের বার্তা
আজকের বার্তা

৪২তম বিসিএসের মৌখিক পরীক্ষা ২৩ মে শুরু


আজকের বার্তা | প্রকাশিত: মে ০৫, ২০২১ ২:৪৯ অপরাহ্ণ ৪২তম বিসিএসের মৌখিক পরীক্ষা ২৩ মে শুরু
Spread the love

বার্তা ডেস্ক ॥
৪২তম বিসিএস (বিশেষ) মৌখিক পরীক্ষা আগামী ২৩ মে থেকে শুরু করার জন্য সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম-কমিশন (পিএসসি)। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ছয় হাজার ২২ জনের মৌখিক পরীক্ষা আগামী ৩০ জুন শেষে হবে। আজ বুধবার পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। করোনা মহামারির মধ্যে দুই হাজার চিকিৎসককে নিয়োগ দিতে গত বছর ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেয়া হয়। গত ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় ৩১ হাজার চিকিৎসক অংশ নেন। ২৯ মার্চ এ বিসিএসের ফল প্রকাশ করে পিএসসি। এতে উর্ত্তীণ হয় ছয় হাজার ২২ জন। পিএসসি জানিয়েছে, মৌখিক পরীক্ষার প্রার্থীদের জন্য ডাকযোগে কোনো সাক্ষাৎকার পত্র পাঠানো হবে না। সাক্ষাৎকার পত্রটি কমিশনের ওয়েবসাইটে আপলোড করা থাকবে। সেখান থেকে মৌখিক পরীক্ষার প্রার্থীরা সাক্ষাৎকার পত্রটি ডাউনলোড করতে পারবেন।