আজকের বার্তা
আজকের বার্তা

বরিশালে ২০ ব্যক্তি প্রতিষ্ঠানকে জরিমানা 


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২১ ৫:৩৮ অপরাহ্ণ বরিশালে ২০ ব্যক্তি প্রতিষ্ঠানকে জরিমানা 
Spread the love
নিজস্ব প্রতিবেদক ॥
বরিশালে করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় মোবাইল কোর্ট অভিযানে ১৭ ব্যক্তি ৩ প্রতিষ্ঠানকে ১২ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার সকালে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মুশফিকুর রহমান এবং জাবেদ হোসেন চৌধুরী। এসময় ম্যাজিস্ট্রেটরা করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় জনসচেতনতামূলক কার্যক্রম এর অংশ হিসবে লিফলেট এবং মাস্ক বিতরণ করেন। লকডাউনে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখার পাশাপাশি বিনা প্রয়োজনে মাস্ক না পরে বাইরে ঘোরাঘুরি করার অপরাধে ৯ ব্যক্তি ও ৭ টি প্রতিষ্ঠানকে ৬৪০০ টাকা অর্থদন্ড প্রদান করেন। অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম আইন-শৃংখলা রক্ষায় সহায়তা প্রদান করেন। অপরদিকে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার গৌরনদী বিপিন চন্দ্র বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) গৌরনদী মোঃ আরিফুল ইসলাম প্রিন্স। এ সময় সরকারি নির্দেশনা অমান্য করায় ২ ব্যক্তিকে ৫০০ টাকা ও দোকান খোলা রাখার দায়ে ২ জন ব্যক্তিকে ৩০০০/- টাকা অর্থদ- দেয়া হয়।