বার্তা ডেস্ক ॥ জাপানে নববর্ষের দিন আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মঙ্গলবার মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ২০২ জনে দাঁড়িয়েছে। এ ভূমিকম্পে ৫৬৫ জন আহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে।
দেশটির সরকারি পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।
ইশিকাওয়া আঞ্চলিক সরকারের প্রকাশ করা উপাত্ত থেকে জানা যায়, আগের দিনের ১২০ জন থেকে নিখোঁজ লোকের সংখ্যা ১০২ জনে নেমে এসেছে।
সূত্র : বাসস