আজকের বার্তা
আজকের বার্তা

জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কাউখালীতে শোভাযাত্রা


আজকের বার্তা | প্রকাশিত: জানুয়ারি ০২, ২০২৪ ৫:৩৯ অপরাহ্ণ জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কাউখালীতে শোভাযাত্রা
Spread the love

বার্তা ডেস্ক ॥  পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে, মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল ১১ টায় সমাজ সেবায় গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহাসিন কবির, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুনিবুর রহমান, সমাজসেবক আবদুল লতিফ খসরু। এ সময় উপস্থিত ছিলেন কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে সমাজ সেবা দিবস উপলক্ষে উপজেলার ৬৪ জন ঋণ গৃহীতাকে ২১ লক্ষ ৯০ হাজার টাকা সুদ মুক্ত ঋণ বিতরণ করা হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহাসিন কবির জানান, কাউখালীতে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ ৮ হাজার একশত ৩৩ জন ব্যক্তি বিভিন্ন প্রকার ভাতা পাচ্ছে।