বার্তা ডেস্ক ॥ বিপুল পরিমাণ নকল স্বর্ণের কয়েনসহ দুই প্রতারককে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নগরীর নথুল্লাবাদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার ইন্সপেক্টর মোঃ ছগির হোসেন। আটককৃতরা হলেন, গোপালগঞ্জের মোকসুদপুর উপজেলার উজানী গ্রামের গঞ্জর আলীর ছেলে মজিবর মোল্লা ওরফে জামাল (৬০) ও ফরিদপুরের নগরকান্দা উপজেলার নিকনহাটি গ্রামের মৃত হোসেন শেখের ছেলে একরাম শেখ (৫৯)। সোমবার সকালে আটককৃতের বিরুদ্ধে মামলা দায়েরের পর দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত করে ইন্সপেক্টর ছগির হোসেন বলেন, দীর্ঘদিন থেকে প্রতারক চক্রটি নগরীর বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিয়েছে। গত ২৪ ডিসেম্বর নগরীর বাজার রোড এলাকার এক এক ব্যক্তিকে নকল স্বর্ণ দেখিয়ে প্রতারণার ফাঁদ পেতে অর্থ হাতিয়ে নিতে চেয়েছিলো। ভূক্তভোগী কৌশলে বিষয়টি আমাদের কাছে লিখিতভাবে অভিযোগ দায়েরের পর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অবশেষে রোববার সন্ধ্যায় নথুল্লাবাদ এলাকা থেকে ১১৬০ পিস নকল স্বর্ণের কয়েনসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নগর গোয়েন্দা শাখার সাব-ইন্সপেক্টর ফিরোজ আলম বাদি হয়ে মামলা দায়ের করেছেন।