বার্তা ডেস্ক ॥ প্রচন্ড শীতকে উপেক্ষা করে কাকডাকা ভোর থেকে মধ্যরাত অবর্ধি জেলার ছয়টি আসনে নির্বাচনী প্রচারণার মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। ভোটারদের মনজয় করে ভোট বাগিয়ে আনতে যে যার মতো করে প্রতিশ্রুতির কথা তুলে ধরছেন ভোটারদের সামনে। প্রতিশ্রুতিগুলোয় গুরুত্ব পাঁচ্ছে সংসদীয় এলাকার উন্নয়নের বিষয়টি। ভোটাররা বলছেন, প্রতিবারের ন্যায় এবার আর প্রার্থীদের প্রতিশ্রুতি নয়; প্রয়োজন অনুযায়ী এলাকায় বাস্তবসম্মত উন্নয়ন করতে পারবেন এমন প্রার্থীকেই ভোট দেওয়া হবে। আর নির্বাচিত হওয়ার পর এলাকায় থেকে সুখে দুঃখে জনগণের পাশে থাকবে এমন প্রার্থীকে নির্বাচিত করা হবে। সেমতে বরিশাল-৩ ও ৬ আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন সাধারণ ভোটাররা। বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের মুলাদী উপজেলা সদরের বাসিন্দা কামাল হোসেন বলেন, গোটা বরিশালই নদী বেষ্টিত। সেই নদী বেষ্টিত বরিশালের তিনটি উপজেলার যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাবে মাত্র একটি সেতু। কিন্তু মীরগঞ্জ খেয়াঘাট সংলগ্ন আড়িয়াল খাঁ নদীতে সেতু নির্মানে অতীত সংসদ সদস্যরা সবাই মুখে প্রতিশ্রুতি দিয়ে আসলেও আজ পর্যন্ত কিছুই দৃশ্যমান হয়নি। পাশাপাশি বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার অভ্যন্তরীণ রাস্তাঘাট, আয়রন ব্রিজ-কালভার্টের অবস্থা চরম বেহাল। বরাবরেই এ আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী না থাকায় দুর্ভোগ অবস্থা থেকে বিগত দিনের সংসদ সদস্যরা কোনধরনের উন্নতি করতে পারেননি। তারা ভোট আসলে নানা প্রতিশ্রুতি দিয়ে আসলেও ভোটের পর আর তাদের খুঁজে পাওয়া যায়নি। তাই আমার মতে এবার নতুনদের মাঝে আওয়ামী লীগ ঘরোয়ানা যে প্রার্থী এসব উন্নয়ন কাজগুলো করতে পারবে তাকে সকলের একজোট হয়ে ভোট দিয়ে নির্বাচিত করা উচিত। বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী ও প্রভাবশালী আওয়ামী লীগ নেতা মোঃ আতিকুর রহমান বলেন, দক্ষিণাঞ্চলে যতো উন্নয়ন হয়েছে তা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে হয়েছে। দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পদ্মাসেতু, পায়রা বন্দরসহ নানান উন্নয়ন এ সরকারের আমলেই হয়েছে। তবে বিগত ১৫ বছর ধরে রহস্যজনক কারণে নদীবেষ্টিত বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার এই আসনের গ্রামীণ জনপদগুলোর অবকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি। নদী ভাঙ্গন আর গ্রামীণ জনপদের ভাঙাচোরা রাস্তাঘাট নিয়ে এখনও বিপাকে সাধারণ মানুষ। তিনি আরও বলেন, এসব অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি আমি নির্বাচিত হলে এ অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনে নিজেকে উৎস্বর্গ করবো। এ অঞ্চলে ব্যবসার প্রসার ঘটাতে শিল্পণ্ডকারখানা গড়ে তোলার জন্য সার্বিক সহযোগিতা করবো। আর ব্যবসা কিংবা শিল্প কারখানার উন্নয়ন মানেই স্থানীয় যুব সমাজের কর্মসংস্থানের সুযোগ। যার মধ্যদিয়ে এ আসনের বেকার যুবকদের কর্মসংস্থান নিজ এলাকাতেই হবে। মহাজোটের শরীক দল জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া বরিশাল-৩ আসনের বর্তমান সংসদ সদস্য ও লাঙল মার্কার প্রার্থী গোলাম কিবরিয়া টিপু নির্বাচনী মাঠে প্রতিদ্বন্ধিতা করছেন। পরিসংখ্যান বলছে এ আসনে ট্রাকের সাথে লাঙ্গলের ভোটের লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের ভোটার তানভির ইসলাম বলেন, দক্ষিণাঞ্চলে যতো উন্নয়ন হয়েছে তা গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের হাত ধরেই হয়েছে। সরকারের দেওয়া বরাদ্দে আমাদের এলাকায় অবকাঠামোগত উন্নয়ন হয়েছে কিন্তু অজানা কারণে বাকেরগঞ্জের অভ্যন্তরীণ রাস্তাঘাটের বেহাল দশা। সেতুর অভাব এবং সেতু নির্মাণের ধীরগতিতে ভোগান্তি বাড়ছে এ অঞ্চলের মানুষের। নতুন প্রতিষ্ঠান বা অবকাঠামোগত উন্নয়ন হয়নি। এতোদিন বরিশাল-৬ আসনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য না থাকায় এলাকার চাহিদা মতো উন্নয়ন হয়নি দাবি করে নৌকা মার্কার প্রার্থী মেজর জেনারেল (অব.) আবদুল হাফিজ মল্লিক বলেন, মানুষের প্রয়োজন বুঝে উন্নয়ন করা উচিত। আমি বিজয়ী হলে সেটাই করবো। যদিও এ আসনের বর্তমান সাংসদ ও লাঙল প্রতীকের প্রার্থী নাসরিন জাহান রতনার দাবি তার আমলেই বাকেরগঞ্জে সর্বোচ্চ উন্নয়ন কর্মকা- পরিচালিত হয়েছে। সদ্য অব্যাহতি নেওয়া বাকেরগঞ্জ উপজেলা পরিষদের তিনবারের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শামসুল আলম চুন্নু বলেন, এলাকার যে উন্নয়ন প্রয়োজন ছিল তা গত কয়েকবছর উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করে করেছি। এখন পদ্মা সেতু ও পায়রা বন্দর কেন্দ্রীক সুযোগকে কাজে লাগিয়ে বাকেরগঞ্জে শিল্প কারখানা স্থাপন ও বাকেরগঞ্জ কেন্দ্রীক ব্যবসায়ীদের ব্যবসায়ীক পরিবেশ তৈরি করে দেওয়ার চেষ্টা করবো। যাতে বাকেরগঞ্জ ও তার পাশ্ববর্তী এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়। আর শিল্পণ্ডকারখানা গড়ে তোলার মাধ্যমে যুব সমাজের কর্মসংস্থান এবং নিজস্ব অর্থায়নে বছরের বারো মাস বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বরিশাল-৫ (সদর) আসনের ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী মোঃ সালাহউদ্দিন রিপন। নৌকায় ভোট চাইলেন বঙ্গবন্ধুর ভাগ্নে ॥ স্মার্ট বাংলাদেশ বিনির্মানের জন্য নৌকা মার্কায় ভোট চেয়েছেন বরিশাল-১ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বঙ্গবন্ধুর ভাগ্নে আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি। গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শনিবার বিকেলে অনুষ্ঠিত উঠান বৈঠকে তিনি আগামী ৭ জানুয়ারি সকল ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য আহবান করেন।