বার্তা ডেস্ক ॥ বরিশাল নগরীতে নৌকার পক্ষে প্রচারণা চালিয়েছেন সদর আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক।
সোমবার সকাল ১১টায় নগরীর সার্কিট হাউজের সামনে থেকে প্রচারণা শুরু করেন তিনি। পরে তিনি সদর রোডে গণসংযোগ করেন।
গণসংযোগকালে জাহিদ ফারুক বলেন, বরিশালে গত ১৫ বছরে ব্যাপক উন্নয়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়নের ধারা অব্যাহত রাখার পাশাপাশি বরিশালে সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে সদর আসনে নৌকাকে বিজয়ী করার আহ্বান জানান তিনি। পুননির্বাচিত হতে পারলে সদর উপজেলাকে শহরে পরিণত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন জাহিদ ফারুক।
এ সময় মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আফজালুল করিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।