আজকের বার্তা
আজকের বার্তা

বাকেরগঞ্জে আগুনে ৮টি দোকান পুড়ে ছাই


আজকের বার্তা | প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৩ ৫:৫৯ অপরাহ্ণ বাকেরগঞ্জে আগুনে ৮টি দোকান পুড়ে ছাই
Spread the love

বার্তা ডেস্ক ॥ বরিশালে বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নে আগুনে আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার রাতে ওই ইউনিয়নের বাংলা বাজার নামক এলাকায় এই ঘটনা ঘটে। বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এতে প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে।

বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো: আবুল কাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে আগুনের খবর পেয়ে আমরা চারটি লাইন নিয়ে ঘটনাস্থলে পৌঁছাই, দীর্ঘ ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি ধারণা করেন, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হতে পারে।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আফজাল হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে সহায়তা করেছেন।

এ বিষয়ে বাংলা বাজারের ব্যবসায়ী কাওসার হোসেন জানান, আগুনে বাজারের মুদি ব্যবসায়ী গিয়াস উদ্দিনের দোকান ও গোডাউন, আমিনুরের ডেকোরেটরের দোকান, মিজানের ইলেকট্রনিক্সের দোকান, মজিবর রহমানের মিষ্টির দোকান, বাবুল খানের চায়ের দোকান, জাকির হাওলাদারের দর্জির দোকানসহ মোট আটটি দোকান পুড়ে গেছে।