বার্তা ডেস্ক ॥ আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে আজ সোমবার (১৮ডিসেম্বর) প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে সকাল দশটায় শুরু হয়ে বেলা সাড়ে বারোটা পর্যন্ত এই প্রতীক বরাদ্দের সভা অনুষ্ঠিত হয়। বরিশাল জেলার ছয়টি আসনে পঁয়ত্রিশ জন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
সভায় প্রতীক বরাদ্দ করেন, বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম।
বরিশাল(১)গৌরনদী-আগৈলঝাড়া
আওয়ামীলীগ মনোনিত আবুল হাসানাত আব্দুল্লাহ প্রতীক নৌকা, জাতীয় পার্টির সেরনিয়াবাত সেকান্দার আলি প্রতীক লাঙ্গল,এনপিপির মো: তুহিন প্রতীক আম।
বরিশাল(২)উজিরপুর-বানারীপাড়া
তৃনমুল বিএনপির শাহজাহান সিরাজ প্রতীক সোনালী আঁশ, কৃষক শ্রমিক জনতা লীগের নকুল কুমার বিশ্বাস প্রতীক গামছা, জাতীয় পার্টির মো ইকবাল হোসেন প্রতীক লাঙ্গল,আওয়ামীলীগ রাশেদ খান মেনন প্রতীক নৌকা,সাহেব আলী প্রতীক আম,সতন্ত্র প্রার্থী একে ফাইজুল হক প্রতীক ঈগল, সতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম প্রতীক ঢেঁকি।
বরিশাল(৩) মুলাদি-বাবুগঞ্জ
জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু প্রতীক লাঙ্গল, ওয়ার্কাস পার্টির টিপু সুলতান প্রতীক হাতুড়ি, বাংলাদেশ কংগ্রেস পার্টির আজমুল হাসান জিহাদ প্রতীক ছড়ি, তৃনমুল বিএনপির শাহানাজ হোসেন প্রতীক সোনালী আঁশ, সতন্ত্র প্রার্থী আমিনুল হক প্রতীক ঈগল, সতন্ত্র প্রার্থী আতিকুর রহমান প্রতীক ট্রাক।
বরিশাল(৪) মেহেন্দিগঞ্জ-হিজলা
জাতীয় পার্টির মো: মিজানুর রহমান প্রতীক লাঙ্গল, বাংলাদেশ সাংষ্কৃতিক মুক্তিজোটের হৃদয় ইসলাম চুন্নু প্রতীক ছড়ি, সতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথ প্রতীক ঈগল।
বরিশাল(৫) সিটি-বরিশাল সদর
এনপিপির আব্দুল হান্নান প্রতীক আম, আওয়ামী লীগ মনোনীত জাহিদ ফারুক শামিম প্রতীক নৌকা, বাংলাদেশ কংগ্রেস পার্টির মাহাতাব হোসেন প্রতীক ডাব, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মো: আসাদুজ্জামান প্রতীক ছড়ি, জাতীয় পার্টির ইকবাল হোসেন প্রতীক লাঙ্গল, সতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপন প্রতীক ট্রাক।
বরিশাল(৬) বাকেরগঞ্জ
আওয়ামীলীগ মনোনীত মেজর হাফিজ মল্লিক প্রতীক নৌকা, তৃণমূল বিএনপির টিএম তুহিন প্রতীক সোনালী আঁশ, জাতীয় পার্টির নাসরিন জাহান রত্না প্রতীক লাঙ্গল, জাসদের মো: মহসীন প্রতীক মশাল, বাংলাদেশ কংগ্রেস পার্টির মাইনুল ইসলাম প্রতীক ডাব, এনপিপির মোশাররফ হোসেন প্রতীক আম, সতন্ত্র প্রার্থী সামচুল আলম চুন্নু প্রতীক ট্রাক, জাকির হোসেন সাগর প্রতীক রকেট, সতন্ত্র প্রার্থী শাহাবাজ মিঞা প্রতীক ঈগল, সতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম খান প্রতীক তরমুজ।
প্রতীক বরাদ্দ শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম সকল প্রার্থীদের উদ্দেশ্য বলেন, নির্বাচনী আচার-আচরণ মেনে সকলকে প্রচারণা চালাতে হবে।