মেহেন্দিগঞ্জে দরিদ্র মানুষের মাঝে ত্রানের খাদ্য বিতরন করেন এমপি পংকজ নাথ
আজকের বার্তা | প্রকাশিত: মে ০৩, ২০২১ ৫:৪৬ অপরাহ্ণ
মনির দেওয়ান,মেহেন্দিগঞ্জ ॥
মেহেন্দিগঞ্জে দরিদ্র মানুষের মাঝে ত্রানের খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ। এসময় তার বক্তব্যে বলেন, করোনা কালে সারা দেশের মানুষ যখন কর্মহীন হয়ে পরে তখনই জনগনের পাশে এসে দাঁড়ালেন মানবতার মা দেশরতœ শেখ হাসিনা। তিনি কর্মহীন হয়ে পরা প্রতিটি ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট ডিপ্লোম্যাসিতে কোভিড টিকা পেয়েছে বাংলাদেশ। এসময় সাংসদ পংকজ নাথ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহফুজ উল আলম লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুস চন্দ্র দে, উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রমিজ আহমেদ, উপজেলা প্রকৌশলী মোঃ বোরহান উদ্দিন মোল্লা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহামুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুজাহিদুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম, ইউপি চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালী, কাদের ফরাজি, কাউন্সিলর সোহেল মোল্লা, মনির জমদ্দার, সাইফুল ইসলাম বেপারি, সাইফুল ইসলাম সরদার, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।