আজকের বার্তা
আজকের বার্তা

ডিআইজি বরিশাল রেঞ্জ কার্যালয় গ্রন্থাগার উদ্বোধন করেন রেঞ্জ ডিআইজি বরিশাল । 


আজকের বার্তা | প্রকাশিত: মে ০৩, ২০২১ ৫:৪৫ অপরাহ্ণ ডিআইজি বরিশাল রেঞ্জ কার্যালয় গ্রন্থাগার উদ্বোধন করেন রেঞ্জ ডিআইজি বরিশাল । 
Spread the love
বার্তা ডেস্ক ॥
গতকাল সোমবার বরিশাল রেঞ্জ কার্যালয় গ্রন্থাগার উদ্বোধন করেন মোঃ শফিকুল ইসলাম । এসময় তিনি রেঞ্জ কার্যালয় গ্রন্থাগারের বিভিন্ন বই পড়েন এবং উপস্থিত সকলকে বই পড়তে উৎসাহ প্রদান করেন। ডিআইজি  ভবিষৎতে এই গ্রন্থাগার আরও বড় পরিসরে করার পরিকল্পনা ব্যক্ত করেন এবং গ্রন্থগারের সাথে সংশ্লিষ্টদের গ্রন্থাগার বিষয়ক দিক নির্দেশনা প্রদান করেন। উল্লেখ্য রেঞ্জ কার্যালয়ের এই গ্রন্থাগারে আইন বিষয়ক বইয়ের পাশাপাশি বিভিন্ন শিক্ষামূলক বই রয়েছে। রেঞ্জ কার্যালয়ে কর্মরত সকল সদস্য গ্রন্থাগারে বই পড়ার সুযোগ পাবেন। এসময় উপস্থিত ছিলেন রেঞ্জ কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি,পুশিল সুপার,অতিরিক্ত পুলিশ সুপার,স্টাফ অফিসার টু ডিআইজিসহ রেঞ্জ কার্যালয়ের পুলিশ সদস্যবৃন্দ।