আজকের বার্তা
আজকের বার্তা

চট্টগ্রামে পুলিশ-শ্রমিক সংঘর্ষ: গুলিতে নিহত ৫ জনের পরিচয় জানা গেলো


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২১ ২:৪৩ অপরাহ্ণ চট্টগ্রামে পুলিশ-শ্রমিক সংঘর্ষ: গুলিতে নিহত ৫ জনের পরিচয় জানা গেলো
Spread the love
বার্তা ডেস্ক ॥
চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় গুলিতে নিহত ৫ শ্রমিকের নাম পরিচয় জানা গেছে। নিহতরা হলেন রনি (২২), আহমেদ রেজা (১৮), শুভ (২৪) ও মো. রাহাত (২২), হাবিবুল্লাহ (১৯)। এদিকে ঘটনাস্থলে ৪ জন নিহত হলেও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হাবিবুল্লাহ মারা যান। এরমধ্যে রাহাত কিশোরগঞ্জ জেলার ফালু মিয়ার পুত্র। নিহত বাকি ৪ জনের ঠিকানা এখনো জানা যায়নি। নিহতরা সবাই বিদ্যুৎকেন্দ্রের শ্রমিক ছিলেন। এদিকে নিহতদের খোঁজে হাসপাতালে ভিড় করছেন তাদের স্বজনরা। শনিবার (১৭ এপ্রিল) সকাল ৮ টা নাগাদ শ্রমিকদের ১২ দফা দাবি আদায়ের জন্য আন্দোলন করলে ‘এস আলম’ কতৃপক্ষ তা আদায়ে অস্বীকৃতি জানালে আন্দোলন করতে থাকে শ্রমিকরা। পরে পুলিশ আন্দোলন থামানোর চেষ্টা করলে এক পযার্য়ে শ্রমিক-পুলিশ সংঘর্ষ বাধে। এতে পুলিশের এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলে অন্তত ৫ জন নিহত ও শতাধিক আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে নিয়ে আসে।