আজকের বার্তা
আজকের বার্তা

হিজলার বিভিন্ন বাজারে স্বাস্থ্যবিধি ও সচেতন মূলক প্রচারনায় পুলিশ


আজকের বার্তা | প্রকাশিত: মে ০২, ২০২১ ৭:০৩ অপরাহ্ণ হিজলার বিভিন্ন বাজারে স্বাস্থ্যবিধি ও সচেতন মূলক প্রচারনায় পুলিশ
Spread the love
হিজলা প্রতিনিধি ॥
বরিশালের হিজলা উপজেলার বিভিন্ন বাজারে স্বাস্থ্যবিধি ও সচেতন মূলক প্রচারনা করে সহকারী পুলিশ সুপার মতিয়ুর রহমান ও হিজলা থানা অফিসার ইনচার্জ অসীম কুমার সিকদার সহ অনান্য পুলিশ কর্মকর্তারা। ২ মে দুপুর ২ টা থেকে ৫ টা পর্যন্ত উপজেলার খুন্না বাজার কাউরিয়া বাজার সহ বিভিন্ন বাজারে প্রচারনা করা হয় এবং প্রতিটি দোকানের সামনে সামাজিক দূরত্ব বর্যায় রেখে সাদা রং দিয়ে গোলাকার বৃত্ত দিয়েদেয় এবং দোকানের আয়তন অনুযায়ী ত্রাতাদের নিধারন করে দেয় এছাড়াও বাজারের রাস্তাগুলোর পাশে যাহাতে জনসমাগম কোনা অযথা মামামাল না রাখা এবং যত্রতত্র দোকানপাট বসে জনগনের চলাচলের রাস্তায় বিঘœ না ঘটে সেজন্য দিকনির্দেশনা মূলক প্রচারনা করে। এছাড়াও সকল যানচলাচল স্বাভাবিক রাখতে বাজারের ভিতরে কোন গাড়ি পাড়কিং উপর নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ। হিজলা থানা অফিসার ইনচার্জ অসীম কুমার সিকদার জানায়, এই করোনা মহামারির মধ্যে যাহাতে মানুষ সামাজিক দূরত্ব বর্যায় রেখে মাস্ক পড়ে তাদের চাহিদা অনুযায়ী পন্য ক্রয় করতে পারে, এবং বাজারগুলোর যানযট মুক্ত করার জন্যই বাজারে কোন প্রকার যানবাহন পারকিং নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বাজারের বাহিরে যানবাহন রেখে যাত্রীদের সেবাদিবে কিন্তু অবশ্যই সকলকে মাস্ক ব্যবহার করতে হবে।