আজকের বার্তা
আজকের বার্তা

বরিশাল-৫ আসনের ম‌নোনয়ন ফরম কিনলেন নানক


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৩ ৭:৩৬ অপরাহ্ণ বরিশাল-৫ আসনের ম‌নোনয়ন ফরম কিনলেন নানক
Spread the love

বার্তা ডেস্ক ॥ হঠাৎ বরিশাল-৫ আসনের ম‌নোনয়ন ফরম কিনে আলোচনায় জাহাঙ্গীর ক‌বির নানক।বিষয়টি নিশ্চিত করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বলরাম পোদ্দার। তিনি জানান, শনিবার সকাল ১০টা থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। সোমবার বিকাল ৫টা পর্যন্ত বিক্রি হয়।বরিশাল বিভাগের ২১ আসনে ২৪১ জন মনোনয়ন প্রত্যাশী ফরম সংগ্রহ করেছেন।

ঢাকা-১৩ আসনের পরপর দুইবা‌রের সাবেক সংসদ সদস্য। কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য।

ব‌রিশালের তৃণমূল থে‌কে উঠে আসা এই রাজনী‌তি‌বিদ কখনোই স্থানীয় রাজনী‌তি‌তে প্রভাব বিস্তার করেন‌নি। হঠাৎ ক‌রেই ব‌রিশাল সদর (বরিশাল-৫) আস‌নে দলীয় ম‌নোনয়ন সংগ্রহ করায় আলোচনায় শী‌র্ষে র‌য়ে‌ছেন নানক।

এদি‌কে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে প্রার্থী হতে বরিশাল-৫ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সিটি করপোরেশনের সদ্যবিদায়ি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এই আসনের বর্তমান সংসদ সদস্য সাবেক সেনা সদস্য জাহিদ ফারুক শামীম।তিনিও মনোনয়নপত্র কিনেছেন।

জাহাঙ্গীর কবির নানকের জন্ম ১৯৫৪ সা‌লে ১৪ জানুয়ারি ব‌রিশাল শহ‌রে। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ২০০৯ ও ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

ঢাকা-১৩ আসনে দলীয় ম‌নোনয়ন পে‌তে নানক ম‌াঠ চ‌ষে বেড়া‌চ্ছি‌লেন। সেই সংবাদ বি‌ভিন্ন গণমাধ‌্যমে উঠে এসেছিল। তার আগেই ব‌রিশাল সি‌টি নির্বাচনের দা‌য়িত্ব পান নানক। তখন থে‌কেই রাজনী‌তি‌তে গুঞ্জন চল‌ছিল নানক ব‌রিশা‌ল সদর আস‌নে দলীয় ম‌নোনয়ন পে‌তে পা‌রেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, বরিশাল বিভাগের সবচেয়ে বেশি মনোনয়নপত্র বিক্রি হয়েছে বরিশাল-২ আসনে। উজিরপুর-বানারীপাড়া আসনে এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোট ১৫ জন।