আজকের বার্তা
আজকের বার্তা

ঝালকাঠি ছাত্রশিবিরের সেক্রেটারি গ্রেফতার


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৩ ৬:৪৫ অপরাহ্ণ ঝালকাঠি ছাত্রশিবিরের সেক্রেটারি গ্রেফতার
Spread the love

বার্তা ডেস্ক ॥ ঝালকাঠিতে ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি মো. এনামুল হাসান সিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে ঝালকাঠি সদর হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ঝালকাঠি থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন সরকার জানান, ২০২২ সালের ৭ ডিসেম্বর ঝালকাঠি থানায় একটি বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় সন্দেহভাজন আসামি ছিলেন জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি এনামুল হাসান সিকদার। সোমবার দুপুরে তিনি সদর হাসপাতাল এলাকায় নাশকতা সৃষ্টির পাঁয়তারা করছিলেন। খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।