নিজেস্ব প্রতিবেদক ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর গাজী নঈমুল হোসেন লিটু এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রোববার বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র পক্ষে দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন একই কমিটির সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসেন।
জানাযায়,একইদিনে মনোনয়ন সংগ্রহ করেছেন বরিশাল ৫ আসনে অংশগ্রহণের বর্তমান সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম।
এছাড়া আওয়ামী লীগ নেতা ও বরিশাল প্রেসক্লাব সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, শিল্পপতি সালাউদ্দিন রিপন রোববার দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন।
এর আগে শনিবার আওয়ামী লীগ নেতা মাহাবুব উদ্দিন বীর বিক্রম এবং আরেফিন মোল্লা মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন।
উল্লেখ্য মনোনয়ন সংগ্রহের প্রথম দিন বরিশাল বিভাগে ৭৫টি মনোনয়ন ফরম বিক্রি হয় এবং দ্বিতীয় ৯০ টি মনোনয়ন ফরম বিক্রি হয়।