বার্তা ডেস্ক ॥ বরিশাল মহানগরের আহবায়ক মনিরুজ্জামান ফারুক গ্রেপ্তার হওয়ায় বরিশাল ইউনিটে নতুন একজনকে দায়িত্ব দিয়েছে বিরোধী দল বিএনপি।
রবিবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক জেলে থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুলকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হলো।