আজকের বার্তা
আজকের বার্তা

বরিশালে হরতালে দূরপাল্লার বাস চলাচল সীমিত


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৩ ৬:২০ অপরাহ্ণ বরিশালে হরতালে দূরপাল্লার বাস চলাচল সীমিত
Spread the love

বার্তা ডেস্ক ॥ বিএনপি ও সমমনা দলের হরতালের প্রথম দিন দূরপাল্লা রুটে সীমিত যান চলাচল ছাড়া জনজীবনে তেমন কোন প্রভাব পড়েনি। বরিশালের স্থানীয় রুটে বাস ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। দোকান, অফিস-আদালত ব্যাংক বীমাও খোলা। এদিকে হরতালের সমর্থনে নগরীর রূপাতলীতে মশাল মিছিল এবং সিএন্ডবি রোডে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।

হরতালের প্রথম দিন আজ রবিবার সকাল থেকে বরিশাল থেকে দূরপাল্লা রুটে বাস চলছে সীমিত পরিসরে। স্থানীয় রুটের বাস ও লঞ্চ চলাচল করলেও যাত্রী কম। নগরীর অভ্যন্তরেও থ্রি-হুইলার এবং রিক্সা-অটোরিক্সা চলছে প্রায় স্বাভাবিকভাবে। নগরীর দোকান, অফিস-আদালত ব্যাংক বীমা এবং শিক্ষা প্রতিষ্ঠান খোলা রয়েছে।

এদিকে হরতাল শুরুর আগে শনিবার রাতে নগরীর রূপাতলী এলাকায় মশাল মিছিল করেছে ২৪ নম্বর ওয়ার্ড বিএনপি। অপরদিকে আজ সকালে নগরীর সিএন্ডবি রোডে বিক্ষোভ মিছিল করেছে মহানগর বিএনপির সদস্য আফরোজা খানম নাসরিনসহ তার অনুসারীরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে। টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।