আজকের বার্তা
আজকের বার্তা

বরিশাল থেকে সবধরনের লঞ্চ চলাচল শুরু


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৩ ৪:০৮ অপরাহ্ণ বরিশাল থেকে সবধরনের লঞ্চ চলাচল শুরু
Spread the love

আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় একদিন পর বরিশাল থেকে সবধরনের লঞ্চ চলাচল শুরুর ঘোষণা দিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

শনিবার (১৮ নভেম্বর) সকাল ৭টা থেকে সব রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে বলে নিশ্চিত করেন নদীবন্দর কর্মকর্তা ও বিআইডব্লিউটিএ বরিশালের যুগ্ম-পরিচালক মো. আব্দুর রাজ্জাক।

তিনি জানান, ঘূর্ণিঝড় মিধিলি’র বিপদ কেটে যাওয়ায় অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে সবধরনের নৌযান চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী সকাল ৭টা থেকে সব রুটে নৌযান চলাচল শুরু হয়।

এর আগে ঘূর্ণিঝড় মিধিলি’র কারণে বরিশাল থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ।