আজকের বার্তা
আজকের বার্তা

নগরীতে এখনো হাঁটুপানি!


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৩ ৪:০৪ অপরাহ্ণ নগরীতে এখনো হাঁটুপানি!
Spread the love

ঘূর্ণিঝড় মিধিলি প্রভাবে অব্যাহত বৃষ্টিপাতে বরিশালে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) সকাল থেকে নগরের প্রধান সড়কগুলোতে হাঁটুপানি দেখা গেছে। ফলে বিপাকে পড়েছেন নগরবাসী।

এদিকে বিআইডব্লিউটিএর উপপরিচালক ও বরিশাল নদী বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, সকালে বরিশালের অভ্যন্তরীণ ও দূরপাল্লা রুটে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ফসলের কিছুটা ক্ষতি হলেও অন্য কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

জানা গেছে, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বরিশাল নদী বন্দরে ৩ নম্বর সংকেত দেখানো হয়। ফলে অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে লঞ্চসহ সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

এ বিষয়ে আবহাওয়া অফিস জানায়, বরিশালে গত ২৪ ঘণ্টায় ২২১ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা এ মৌসুমের সর্বোচ্চ।