বার্তা ডেস্ক ॥ পটুয়াখালীতে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। বুধবার (১৫ নভেম্বর) রাতে শহরের একটি বেসরকারি হাসপাতালে সিজার অপারেশনের মাধ্যমে তাদের জন্ম হয়।
হাসপাতাল সূত্র জানায়, প্রসব ব্যথা উঠলে বুধবার বিকেলে শহরের শিমুলবাগ এলাকার ওই নারী হলিটাচ হাসপাতালে ভর্তি হন। পরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগের সহকারী অধ্যাপক ডা. জাকারিয়া সুলতানার তত্ত্বাবধায়নে অপারেশনের মাধ্যমে একে একে চার সন্তানের জন্ম হয়।
এদের মধ্যে তিনজন মেয়ে ও এক ছেলে। পরে রাত সোয়া ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য শিশুদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ডা. জাকারিয়া সুলতানা বলেন, প্রথম থেকে ওই নারী আমার তত্ত্বাবধানে ছিলেন। রোগীর ডায়াবেটিস, থাইরয়েড ও উচ্চরক্তচাপ থাকায় কিছু জটিলতা তৈরি হয়। তাই সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ডেলিভারি করানো হয়।