বার্তা ডেস্ক ॥ জেলার গৌরনদী উপজেলার বাটাজোর এলাকার চিকিৎসক আবুল বাসারের বাসায় দুর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। খবরপেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার সকালে চিকিৎসক আবুল বাসার জানিয়েছেন, গত পাঁচদিন পূর্বে বাটাজোরস্থ তার ভবনের দরজা ও গেটে তালা লাগিয়ে তিনি ঢাকার বাসায় অবস্থান করছেন। বুধবার বিকেলে স্থানীয়দের মাধ্যমে তিনি জানতে পারেন বাসায় কেউ না থাকার সুযোগে সংঘবদ্ধ চোরেরা রাতের আঁধারে তালাবদ্ধ বাসা থেকে গুরুত্বপূর্ন জিনিসপত্র নিয়ে গেছে। বৃহস্পতিবার দুপুরে গৌরনদী মডেল থানার এসআই কামাল হোসেন জানিয়েছেন, খবরপেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।