আজকের বার্তা
আজকের বার্তা

বরিশালে বামজোটের হরতালে প্রভাব পরেনি


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৩ ৬:০২ অপরাহ্ণ বরিশালে বামজোটের হরতালে প্রভাব পরেনি
Spread the love

বার্তা ডেস্ক ॥ বাম গণতান্ত্রিক জোটের আহবানে বৃহস্পতিবার অর্ধবেলা হরতাল বরিশালে ঢিলেঢালাভাবে পালিত হলেও এতে জনজীবনে কোন প্রভাব পরেনি। ভোর ছয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত বাম জোটের নেতারা নগরীর হাসপাতাল রোড, সদররোড, কাকলীরমোড় ও ফজলুল হক অ্যাভিনিউ সড়কে খন্ড ভন্ড মিছিল করে পিকেটিংয়ের চেষ্টা চালায়। একপর্যায়ে পুলিশের হস্তক্ষেপে যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করে। অপরদিকে নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ ও রূপাতলী থেকে যথারিতীভাবে যাত্রীবাহি বাস চলাচল করাসহ আদালত পাড়া ও বিভিন্ন সরকারি অফিসে কাজকর্ম স্বাভাবিক ছিল।