বার্তা ডেস্ক ॥ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে আগামী ১৯ ও ২০ নভেম্বর (রবি ও সোমবার) হরতালের ডাক দিয়েছে বিএনপি ও সমমনা দলগুলো।
বুধবার সন্ধ্যায় তফসিল ঘোষণার পর এই হরতালের ডাক দেয়া হয়।
তফসিল ঘোষণার প্রতিক্রিয়ায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নির্বাচনের তফসিল ঘোষণা করে দেশকে গভীর সংকটের দিকে ফেলে দিয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এই স্বৈরাচার সরকারের প্রধান দলদাস। সামনে আরও কঠিন আন্দোলন হবে।
ঘোষিত তফসিলের কারণে দেশে অরাজক পরিস্থিতি তৈরি হলে সে কারণে যে অবস্থা হবে তার দায় নির্বাচন কমিশনকে নিতে হবে বলেও জানান তিনি।
এর আগে এদিন সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/dailyajkerbarta/public_html/wp-includes/functions.php on line 6085