বার্তা ডেস্ক ॥ অনেক টানাহেঁচড়া ও নাটকীয়তার মধ্যে দিয়ে শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে জায়গা পান মাহমুদুল্লাহ রিয়াদ। কিন্তু এক ম্যাচে তাকে বসিয়ে রাখা হয়, আরেক ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাননি। বাকি ৭ ইনিংসেই তিনি বিশ্বকাপে বাংলাদেশ দলের সেরা ব্যাটিং পারফর্মার। অভিজ্ঞ এই ৩৭ বছর বয়সী ব্যাটারই এবার আগামী মাসে নিউজিল্যান্ড সফরে অনিশ্চিত। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে পুনেতে শেষ ম্যাচে ব্যাটিংয়ের সময় রান নিতে গিয়ে ডাইভ দিয়ে কাঁধে আঘাত পেয়েছেন। স্ক্যানে রিপোর্ট অনুসারে মাহমুদুল্লাহর সেরে উঠে খেলায় ফিরতে আনুমানিক ৫ সপ্তাহ এবং সর্বোচ্চ ৭ সপ্তাহ সময় লাগতে পারে। কিন্তু আগামী ১২ ডিসেম্বর নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা বাংলাদেশের ওয়ানডে ও টি২০ দলের। সেক্ষেত্রে নিশ্চিতভাবেই এই সফর মিস করতে যাচ্ছেন মাহমুদুল্লাহ।
আগামী ২১ নভেম্বর বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ডের টেস্ট দল। খেলবে ২ টেস্টের সিরিজ। কিন্তু এই সিরিজে ইনজুরির কারণে সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ থাকছেন না। অবশ্য টেস্ট থেকে অবসর নিয়েছেন মাহমুদুল্লাহ। কিন্তু টেস্ট সিরিজ শেষ করেই ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ এবং ৩টি করে ওয়ানডে ও টি২০ ম্যাচের সিরিজ খেলবে। সেজন্য ১২ ডিসেম্বর রওনা হবে বাংলাদেশ দল। এই সিরিজে মাহমুদুল্লাহকে পাওয়া নিয়ে বড় সংশয় রয়েছে। কারণ তিনি কাঁধের ইনজুরিতে পড়েছেন।
বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচে ব্যাটিং করার সময় রান নিতে গিয়ে ডাইভ দেন মাহমুদুল্লাহ। কিন্তু রানআউট হয়ে ফিরেছেন ঠিকই, সেই সঙ্গে ইনজুরিতে পড়েছেনর। বাঁ-হাতে ব্যান্ডেজ নিয়েই ভারত থেকে বাংলাদেশে ফিরে আসেন তিনি। মঙ্গলবার তার স্ক্যান করানো হয়। সেই স্ক্যান রিপোর্ট পাওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিক্যাল টিম জানিয়েছে ৫-৭ সপ্তাহ লাগবে মাহমুদুল্লাহর পুরোপুরি ফিট হয়ে খেলায় ফিরতে।
মাহমুদুল্লাহর স্ক্যান রিপোর্ট অনুসারে মেডিক্যাল বিভাগের সঙ্গে আলোচনা করে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন,‘মাহমুদুল্লাহকে পাওয়ার সম্ভাবনা কম (নিউজিল্যান্ড সফরে)। ডাক্তারের রিপোর্ট এলে নিশ্চিত করে বলা যাবে, এখন সে কী অবস্থায় আছে, তবে সম্ভাবনা কম।’
আগামী ১৭ ডিসেম্বর নিউজিল্যান্ড সফরে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে। ২০ ও ২৩ ডিসেম্বর হবে সিরিজের বাকি ২ ওয়ানডে। গত বছর সেপ্টেম্বরে টি২০ দল থেকে বাদ পড়েছেন মাহমুদুল্লাহ। কিন্তু এখনো অবসর নেননি টেস্ট থেকে সরে যাওয়া এ অভিজ্ঞ ক্রিকেটার। এবার বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে এখন টি২০ দলেও ফেরার দাবিকে জোরালো করেছেন। সেক্ষেত্রে হয়তো ৩ ম্যাচের টি২০ সিরিজে খেলা হতে পারে তার নিউজিল্যান্ড সফরে। টি২০ সিরিজের প্রথম ম্যাচ ২৭ ডিসেম্বর, বাকি ২ ম্যাচ ২৯ ও ৩১ ডিসেম্বর।