বার্তা ডেস্ক ॥ বরিশালের বাবুগঞ্জে গাছের টুকরো বহন করতে গিয়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই একজন গাছ কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ নভেম্বর) সকাল সারে ১০টায় উপজেলার কেদারপুর ইউনিয়নের ভুতের দিয়া গ্রামের মরহুম লতিফ ফরাজীর বাড়ির উঠানে এ ঘটনা ঘটে।
মৃত শ্রমিক মো: সাইফুল মোল্লা (৩৫) উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর ঘোষকাঠী গ্রামের মো: হারুন মোল্লার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ঘটনাস্থল পরিদর্শনকারী বাবুগঞ্জ থানার ওসি (তদন্ত) অলিউল ইসলাম বলেন, মো: ফারুক নামের একজন গাছের ব্যাপারির অধীনে শ্রমিক হিসেবে কাজ করছিলেন সাইফুল মোল্লা। সকালে তিনি অন্য শ্রমিকদের সাথে মেহেগনি গাছের একটি লম্বা টুকরো কাঁধে বহন করে নিয়ে যাচ্ছিলেন। গন্তব্যে গিয়ে গাছের টুকরোটি কাঁধ থেকে নামানোর সময় মাথায় গুরুতর আঘাত পায় সাইফুল মোল্লা। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এ ঘটনায় বাবুগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের পরিবার বা অন্যকারো কাছ থেকে কোনো অভিযোগ না পাওয়া সুরতহাল ছাড়াই নিহত সাইফুল মোল্লার লাশ দাফন করা হয়েছে বলে জানিয়েছেন বাবুগঞ্জ থানা পুলিশ।