বার্তা ডেস্ক ॥ বরগুনায় নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত ঘর থেকে লাইজু আক্তার (৪০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৫ নভেম্বর) দুপুর দেড়টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
লাইজু আক্তার সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের উত্তর লাকুরতলা সোনার বাংলা গ্রামের আবদুস সোবহানের মেয়ে ও জামাল হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে প্রতিবেশীরা তাকে খুঁজতে খুঁজতে তার ঘরের উত্তর পাশে একটি পরিত্যক্ত ঘরের মধ্যে লাশ দেখতে পেয়ে স্থানীয় চৌকিদারকে খবর দেয়। পরে দুপুর দেরটার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।
লাইজুর বাবা আবদুস সোবহান বলেন, ‘আমার মেয়ে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। বিভিন্ন সময়ে সে ঘর থেকে বেরিয়ে যেতে, আমরা আবার খুঁজে বাসায় নিয়ে আসতাম।’
বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার আ: হালিম বলেন, ‘আমরা ঘটনাস্থল থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছি। আমাদের আইনি কার্যক্রম অব্যাহত আছে।’