আজকের বার্তা
আজকের বার্তা

বরিশালে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৩ ৬:০০ অপরাহ্ণ বরিশালে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু
Spread the love

বার্তা ডেস্ক ॥ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ৪ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালের ডেঙ্গুর রিপোর্টে এই তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এরা হলেন- সদর উপজেলার পারুল বেগম (৩৫), ঝালকাঠীর কাঠালিয়ার আলতাফ হোসেন (৫৫), পিরোজপুরের নেছারাবাদের লুৎফা বেগম (৫০) এবং বরিশাল জেলার বানারীপাড়ার মো. ইমন (২২)। এ নিয়ে গত জানুয়ারি থেকে এ পর্যন্ত শেবাচিম হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ১৩৫ জন রোগীর মৃত্যু হল।

এদিকে সব শেষ রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার হাসপাতালে চিকিৎসাধীন ছিল ১২০ জন ডেঙ্গু রোগী। এর আগে সোমবার চিকিৎসাধীন ছিল ১০৬ জন ডেঙ্গু রোগী।