আজকের বার্তা
আজকের বার্তা

অগ্নিকান্ডে দিনমজুরের বসতঘর ভস্মিভূত


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৩ ৫:৩৪ অপরাহ্ণ অগ্নিকান্ডে দিনমজুরের বসতঘর ভস্মিভূত
Spread the love

বার্তা ডেস্ক ॥ জেলার গৌরনদী উপজেলার ভীমেরপাড় গ্রামে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে এক দিনমজুরের বসত ঘর সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।

গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানিয়েছেন, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে ওই গ্রামের মৃত হাতেম হাওলাদারের দিনমজুর ছেলে নাসির হাওলাদারের বসতঘরে অগ্নিকান্ডের খবরপেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে প্রায় একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে আনার আগেই কাঠের ঘরটি সম্পূর্ন পুড়ে যায়। এতে ঘর মালিকের প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কি কারণে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।