আজকের বার্তা
আজকের বার্তা

দুমকিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছির মৃত্যু


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৩ ৬:৪৬ অপরাহ্ণ দুমকিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছির মৃত্যু
Spread the love

বার্তা ডেস্ক ॥ পটুয়াখালীর দুমকিতে খেজুরের রস সংগ্রহের জন্য গাছ কাটতে উঠে বিদুৎস্পৃষ্ট হয়ে মো: ইউনুচ প্যাদা (৭০) নামে এক গাছির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার গ্রামীণ ব্যাংক সড়ক-সংলগ্ন নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, প্রতিবছরের মতো শীত মৌসুমে রস সংগ্রহের জন্য ইউনুচ প্যাদা তার বাড়ির আঙ্গিনার একটি খেজুর গাছ কাটতে ওঠেন। গাছ পরিষ্কারের সময় পাশের পল্লীবিদ্যুৎ লাইনের সাথে গাছের শাখার সংযোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝুলে পড়েন তিনি। পরে পথচারী ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দুমকি উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মো: আবুদুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।