বার্তা ডেস্ক ॥ পটুয়াখালী গলাচিপা দুর্যোগ ব্যবস্থাপনা ত্রান মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তাৎক্ষণিক নির্দেশনায় দুর্যোগ কালীন দুর্যোগ কর্মকাণ্ড থেকে অর্জিত শিখন ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের অংশগ্রহণে কর্মশালার আয়োজন করা হয়েছে।
সোমবার ১১টায় আরএমএনসিএএইচ আয়োজনে উপজেলা পরিষদ মিলানায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে ও প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ মাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মেজবাহ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, বণিক সমিতি সভাপতি মোঃ শাজাহান মিয়া, বীর মুক্তিযোদ্ধ শামসুদ্দিন শানু, সাবেক উপেজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ সালমা ওয়াহিদ,উপজেলা শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবল, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জায়েদুল কবির,উপজেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি মোঃ আশিস ঢালী,গোলখালী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস সহ বিভিন্ন অফিসের কর্মকর্তা,সাংবাদিক,শিক্ষক, সুশীল সমাজ, এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।