আজকের বার্তা
আজকের বার্তা

স্ত্রীর মৃত্যুর শোক সইতে না পেরে স্বামীর মৃত্যু


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৩ ৫:৫১ অপরাহ্ণ স্ত্রীর মৃত্যুর শোক সইতে না পেরে স্বামীর মৃত্যু
Spread the love

বার্তা ডেস্ক ॥ স্ত্রীর মৃত্যুর শোক সইতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মুক্তিযোদ্ধা স্বামী। একইদিন মাত্র সোয়া চার ঘন্টার ব্যবধানে বাবা ও মায়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ওই পরিবারটির মাঝে। সোমবার সকাল নয়টায় স্ত্রী রিনা বেগমের দাফনের একঘন্টা পর সকাল ১০ টায় মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে জেলার আগৈলঝাড়া উপজেলার বাশাইল গ্রামের পারিবারিক কবরস্তানে দাফন করা হয়েছে।

মৃতের স্বজনরা জানিয়েছেন, রোববার  দুপুর বারোটার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের ক্যান্সার আক্রান্ত স্ত্রী রিনা বেগম (৫০)। স্ত্রীর মৃত্যুর খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে ওইদিন বিকেল সোয়া চারটার দিকে মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম (৭৫) ইন্তেকাল করেন। মৃত্যুকালে তারা ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। সোমবার সকালে জানাজা শেষে রিনা বেগমকে দাফনের একঘন্টা পর সকাল দশটায় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন। পরে সিরাজুল ইসলামকে তার স্ত্রীর কবরের পাশে দাফন করা হয়েছে।