নিজেস্ব প্রতিবেদক ॥ আগামী ১৪ নভেম্বর অভিষেক অনুষ্ঠান উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সাথে বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ নভেম্বর) খোকন সেরনিয়াবাতের বাস ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সংবাদকর্মীদের উদ্দেশ্যে মেয়র বলেন, বরিশালবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাই সবার প্রতি কৃতজ্ঞতা।
এরইমধ্যে প্রধানমন্ত্রী বরিশালবাসীর উন্নয়রনের জন্য বড় অংকের টাকা বরাদ্ধ দিয়েছেন। এখানকার অবকাঠামো ব্যবস্থা খুবই খারাপ। সিটি কর্পোরেশনে প্রশাসন ব্যবস্থা নেই বললেই চলে। আমি গণমাধ্যমসহ সকলকে নিয়ে এই অবস্থার পর্রিবর্তন আনতে চাই। এর জন্য গণমাধ্যমের পজেটিভ ভুমিকা খুবই গুরুত্বপূর্ন। তিনি আরো বলেন, বরিশলে দায়িত্বশীল নেতৃবৃন্দের অভাব ছিল। তাই এখানকার উন্নয়ন কম হয়েছে। শেখ হাসিনা সারাদেশে অভাবনীয় উন্নয়ন করেছেন। এবার বরিশালেও তা হবে। শেখ হাসিনা যেভাবে অবাকাঠামো উন্নয়ন করেছেন তেমনি উন্নয়ন হয়েছে যোগাযোগ ব্যবস্থায়। উন্নয়ন হয়েছে রাজশাহী, চট্রগ্রামসহ বিভিন্ন সিটি কর্পোরেশন এলাকার। পার্শবর্তী জেলা পটুয়াখালীতেও ব্যাপক উন্নয়ন হয়ছে। এবার বরিশালেও উন্নয়ন হবে। সামনে জাতীয় নির্বাচন বিধায় বরিশালের উন্নয়ন শুরু হতে হয়তো আর কিছুদিন সময় লাগতে পারে। বরিশাল সিটি কর্পোরেশন কোয়ালিটিহীন লোক দ্বারা পরিচালিত হয়েছে। যার জন্য সেবার মান খুব খারাপ। এমনকি এখানে ভাল কোন অফিসার আসতে চায়না। তারা সম্মান পায়না বলে অভিযোগ রয়েছে। আমি চেষ্টা করছি ভাল অফিসার আনার জন্য। আমি সবাইকে নিয়ে উন্নত বরিশাল গড়বো।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মামুদুল হক খান মামুন, শহীদ আব্দুর রব বরিশাল প্রেসক্লাব সেক্রেটারি এস এম জাকির, সাবেক সেক্রেটারি কাজী মিরাজ মাহমুদ, সাবেক সেক্রেটারী মুরাদ আহমেদ, বরিশাল প্রতিদিন সম্পাদক কাজী মফিজুল ইসলাম কামাল, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি স্বপন খন্দকার, সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরন, বরিশাল টেলিভিশন মিডিয়া এসোসিয়েশন সভাপতি আক্তার ফারুক শাহিন, বরিশাল ইলেকট্রনিক্স মিডিয়া এসোসিয়েশন সভাপতি হুমায়ন কবির, মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ ও জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম আর প্রিন্সসহ জাতীয় পত্রিকা ও টেলিভিশন মিডিয়ার বরিশালে দায়িত্বরত সংবাদকর্মীরা।