আজকের বার্তা
আজকের বার্তা

ভোলায় ট্রাকচাপায় নারী পুলিশ কর্মকর্তা নিহত


আজকের বার্তা | প্রকাশিত: মে ০২, ২০২১ ৩:১৯ অপরাহ্ণ ভোলায় ট্রাকচাপায় নারী পুলিশ কর্মকর্তা নিহত
বার্তা ডেস্ক ॥
ভোলায় সড়ক দুর্ঘটনায় বোরহানউদ্দিন থানার এএসআই আকলিমা আক্তার (৩৮) নিহত হয়েছেন। রবিবার (২ মে) দুপুরে বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকটিসহ চালককে আটক করা হয়েছে। নিহত আকলিমার বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায়। তার স্বামী জসিম উদ্দিন সদর থানায় পুলিশের এসআই হিসেবে কর্মরত আছেন। আবির খান জয় (১৪) ও আবিদ খান জীম (১২) নামে তাদের দুই ছেলে রয়েছে। স্থানীয় ও পুলিশ  সূত্রে জানা যায়, বোরহানউদ্দিন থানার এএসআই আকলিমা বেগম সহকর্মী কনস্টেবল জাকারিয়ার মোটরসাইকেলে করে তদন্তের কাজ শেষে দুপুর সাড়ে ১২টার দিকে কুঞ্জেরহাট বাজারের উপর দিয়ে বোরহানউদ্দিন থানায় আসছিলেন। এসময় তাদের মোটরসাইকেলের সামনে এক পথচারি এসে পড়ে। তাকে বাঁচাতে ব্রেক দিলে এএসআই আকলিমা বেগম মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যান। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক এএস আই আকলিমা আক্তারকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে সহকর্মী জাকারিয়া অক্ষত রয়েছেন। বোরহানউদ্দিন থানার ওসি মাজহার আমিন জানান, পুলিশ ট্রাকটি এবং তার চালককে আটক করেছে।

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-includes/functions.php on line 5349

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-content/plugins/really-simple-ssl/class-mixed-content-fixer.php on line 107