আজকের বার্তা
আজকের বার্তা

দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে যাবেন বিদায়ী সিটি মেয়র সাদিক


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৩ ৬:০৩ অপরাহ্ণ দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে যাবেন বিদায়ী সিটি মেয়র সাদিক
Spread the love

বার্তা ডেস্ক ॥ আমন্ত্রণ পেলে বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণের কথা জানিয়েছেন বিদায়ী মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
মেয়াদ শেষ হওয়ার চারদিন পূর্বে সিটি করপোরেশন থেকে পদত্যাগ করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাদিক আব্দুল্লাহ উল্লিখিত কথা বলেছেন। নতুন মেয়র একমাত্র চাচা আবুল খায়ের আব্দুল্লাহকে দায়িত্ব বুঝিয়ে না দিয়েই পদ থেকে সরে দাঁড়ানোর বিষয়ে সাদিক আব্দুল্লাহ বলেন, সিটি করপোরেশনে সরকারি কোনো কর্মকর্তা না থাকায় কাজ করতে প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে। তাই জনগণের ভোগান্তির কথা বিবেচনা করে মেয়াদের আগেই পদত্যাগ করেছি।
নগর ভবন সূত্রে জানা গেছে, নির্বাহী কর্মকর্তা চলে যাওয়ার পর নতুন পদায়নকৃত প্রধান নির্বাহী কর্মকর্তা এখন পর্যন্ত যোগদান করেননি। এ ছাড়া সচিব পদটিও দীর্ঘদিন ধরে শুন্য। কবে নাগাদ নতুন কর্মকর্তারা যোগদান করবেন তা জানেন না সংশ্লিষ্টরা।
অপরদিকে বিদায়ী মেয়র সাদিক আব্দুল্লাহর হঠাৎ পদত্যাগের বিষয়টি নিয়ে নগরীজুড়ে শুরু হয়েছে নানান আলোচনা। এতে একই পরিবারের দুই মেয়রের মধ্যে দূরত্ব আবারও স্পষ্ট হয়ে উঠেছে বলে জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
তবে সাদিক আব্দুল্লাহর বিদায়ের দিন (বৃহস্পতিবার) দুপুরে নবনির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাতের জন্য সু-সংবাদ আসে ঢাকা থেকে। ওইদিন একনেকের সভায় বরিশাল সিটি করপোরেশনের উন্নয়নের জন্য ৭৯৭ কোটি টাকার বরাদ্দ অনুমোদন করা হয়। মুহুর্তের মধ্যে এ খবর ছড়িয়ে পরলে নগরীর সদর রোডে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে নবনির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাতের অনুসারীরা।
সিটি করপোরেশনে এত বড় বরাদ্দ পাওয়ায় গত ১০ বছরের অসম্পন্ন কাজ দ্রুত সমাপ্ত করার পাশাপাশি নির্বাচনে নগরবাসীকে দেওয়া খোকন সেরনিয়াবাতের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা সম্ভব হবে বলে জানিয়েছেন নেতাকর্মীরা। দায়িত্ব গ্রহণের আগে প্রায় ৮শ’ কোটি টাকা বরাদ্দ দেওয়ায় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবনির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাত।
অপরদিকে দায়িত্ব গ্রহণ করতে যাওয়া মেয়র আবুল খায়ের আব্দুল্লাহর অভিষেক অনুষ্ঠানের জন্য সাজানো হচ্ছে পুরো নগরী। আগামী ১৪ নভেম্বর আবুল খায়ের আব্দুল্লাহর অভিষেক অনুষ্ঠান আড়ম্বরপূর্ণ করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণের কথা জানিয়ে সাবেক ছাত্রলীগ নেতা মঈন তুষার বলেন, নবনির্বাচিত সিটি মেয়রের অভিষেক অনুষ্ঠানটি সফল করতে নানা আয়োজন করা হয়েছে। ওইদিন ২০ হাজারেরও অধিক লোকের সমাগম হবে নগরীজুড়ে।