আজকের বার্তা
আজকের বার্তা

গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারন করে চাঁদা দাবি


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৩ ৫:৫৯ অপরাহ্ণ গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারন করে চাঁদা দাবি
Spread the love

বার্তা ডেস্ক ॥ নগরীর বান্দ রোডের মেডিকেল কলেজ এলাকায় বসবাসরত এক গৃহবধূর গোপনে আপত্তিকর ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
শুক্রবার সকালে লিখিত অভিযোগপ্রাপ্তির সত্যতা স্বীকার করে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে পৃথকভাবে তদন্ত চলছে। ভূক্তভোগী গৃহবধূর (২২) লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর বেলা ১১ টার দিকে গোপনে তার বাসায় অজ্ঞাতনামা কেউ প্রবেশ করে কৌশলে তার পোষাক পরিবর্তনের আপত্তিকর ভিডিও মোবাইল ফোনে ধারণ করেছে। পরবর্তীতে অজ্ঞাত ওই ব্যক্তি খান আরিফ নামের একজনকে খবর দিলে তিনি (আরিফ) তার আরো দুইজন সহযোগিকে নিয়ে তার (গৃহবধূর) বাসায় এসে ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি প্রদর্শন করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।
অভিযোগে আরও জানা গেছে, সম্মানহানীর ভয়ে খান আরিফ ও তার সহযোগিদের দাবিকৃত চাঁদার মধ্যে ধারদেনা করে ৩০ হাজার টাকা পরিশোধ করা হয়। কিন্তু আরিফ বাকি ২০ হাজার টাকার জন্য তাকে ফোন দিয়ে বিভিন্নধরনের হুমকি প্রদান করে আসছে। পরবর্তীতে উপায়অন্তুর না পেয়ে বৃহস্পতিবার রাতে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।