বার্তা ডেস্ক ॥ আগুন সন্ত্রাস বাদ দিয়ে প্রকাশ্যে তওবা করে যথাযথ প্রক্রিয়ায় নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনে অংশগ্রহণের জন্য মাঠে না আসলে, বিশ্বকাপ ক্রিকেটের প্রথম রেকর্ড ম্যাথুসের মতো বিএনপিও ‘টাইমড আউট’ হয়ে যাবে। যেকোন সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আর যথাসময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। কোন ষড়যন্ত্রকারীরাই নির্বাচন ঠেকাতে পারবেনা। দেশ-বিদেশের ব্যাপক ষড়যন্ত্রের মধ্যে পদ্মা সেতু নির্মানে যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেউ দাবায়ে রাখতে পারেনি, ইনশআল্লাহ আগামীতেও কেউ বঙ্গবন্ধুর কন্যাকে দাবায়ে রাখতে পারবেনা।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলার আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের তৃণমুল পর্যায়ের নেতাকর্মীদের সাথে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় প্রধানঅতিথির বক্তব্যে কথাগুলো বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য, মন্ত্রী মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি।
বৃহস্পতিবার সন্ধ্যার পরে এমপির সেরালস্থ গ্রামের বাড়িতে অনুষ্ঠিত সভায় বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবুল হাসানাত আব্দুল্লাহ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করার মাধ্যমে শেখ হাসিনাকে পূর্ণরায় প্রধানমন্ত্রী করার জন্য দেশবাসীর প্রতি আহবান করেন।
অনুষ্ঠিত সাংগঠনিক সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন, গৈলা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হালিমুজ্জামান হালিম, সাধারণ সম্পাদক চাঁন সেরনিয়াবাত প্রমুখ। সাংগঠনিক সভায় ইউনিয়নর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও সকল সহযোগি সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং দলীয় ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।