আজকের বার্তা
আজকের বার্তা

বরিশাল শেবাচিম হাসপাতালে ডেঙ্গুতে ৪ মৃত্যু


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ০৯, ২০২৩ ৯:১৯ অপরাহ্ণ বরিশাল শেবাচিম হাসপাতালে ডেঙ্গুতে ৪ মৃত্যু
Spread the love

বার্তা ডেস্ক ॥ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১২২ জন ডেঙ্গু রোগী এখনো এ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে হাসপাতালের তথ্য সংগ্রহ শাখা।

মৃতরা হলেন, বরিশালের গৌরনদী উপজেলার সরিকল এলাকার বাসিন্দা ফাতেমা বেগম (৪৮), ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বাসিন্দা জাফর (২৭), পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলার দোয়ানিয়া এলাকার আব্দুর রশিদ (৮০) ও পটুয়াখালীর দশমিনা উপজেলার সাদিয়া (১৩)। তারা চারজনই শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এনিয়ে চলতি বছর এ হাসপাতালে ভর্তি হওয়া ৭ হাজার ২৫৬ রোগীর মধ্যে ১২৫ জন রোগীর মৃত্যু হলো।হাসপাতালের প্রশাসনিক শাখা সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শেবাচিম হাসপাতালে নতুন ৩৯ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৩৫ জন।