বার্তা ডেস্ক ॥ পটুয়াখালীর কলাপাড়ায় ২ মণ জাটকা ইলিশসহ ৩ ব্যবসায়ীকে আটক করেছে কুয়াকাটা নৌপুলিশ। বুধবার (৮ অক্টোবর) রাতে উপজেলার লতাচাপলী ইউনিয়নের আলীপুর কলেজ রোড থেকে জাটকাগুলো উদ্ধার করা হয়।
এ সময় আটককৃত ৩ ব্যবসায়ী হলো মো. রবিউল ইসলাম (২৩) হিল্লোল সিকদার (৪২) ও মাসুম সিকদার (৩৫)। এদের বাড়ি উপজেলার মহিপুর ইউিনয়নের বিভিন্ন গ্রামে। আটককৃতদের বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. দেলোয়ার হোসেন জানান, ১ নভেম্বর থেকে জাটকা শিকারের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।