আজকের বার্তা
আজকের বার্তা

ভোলায় মৎস্যজীবীদের মধ্যে বাছুর বিতরণ


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ০৮, ২০২৩ ৭:১৬ অপরাহ্ণ ভোলায় মৎস্যজীবীদের মধ্যে বাছুর বিতরণ
Spread the love

বার্তা ডেস্ক ॥ জেলার লালমোহন উপজেলায় আজ ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে ১৬ জন মৎস্যজীবীর মধ্যে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
আজ বুধবার বেলা ১১ টায় লালমোহন উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় আয়োজিত বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম হাওলাদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার, উপজেলা কৃষি কর্মকর্তা আবু হাসনাইন প্রমুখ।