বার্তা ডেস্ক ॥ বিএনপি ও জামায়াতের সন্ত্রাসী কর্মকান্ড, প্রকাশ্যে পুলিশ পিটিয়ে নৃশংসভাবে হত্যা, সাংবাদিকদের ওপর হামলা এবং গণপরিবহনে অগ্নিসংযোগের প্রতিবাদে নগরীতে মানববন্ধন ও বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগের আয়োজনে বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত বিক্ষোভ সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসাইন। বক্তব্য রাখেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন্নাহার মেরী, মহানগর মহিলা আওয়ামী লীগ সভাপতি ফেরদৌস জাহান মুন্নি, মহিলা আওয়ামী লীগ নেত্রী সাবিনা ইয়াসমিন, সালমা আক্তারসহ অন্যান্যরা। বক্তারা বিএনপি ও জামায়াতের যেকোন ধরনের সন্ত্রাসী কর্মকান্ডকে রাজপথে মোবাবেলা করার জন্য ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার অঙ্গিকার করেন। পাশাপাশি দেশব্যাপী উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পূর্ণরায় আওয়ামী লীগকে বিজয়ী করার জন্য দেশবাসীর কাছে আহবান করেন।