বার্তা ডেস্ক ॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ১১ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ সময়ে তাদের কাছ থেকে ২টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলি ও ২টি ধারালো দেশী অস্ত্র উদ্ধার করা হয়েছে। বুধবার ভোর রাতে মঠবাড়িয়া উপজেলা পরিষদ চত্বর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ২৭ জনের উল্লেখে ও ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাত আসামি করে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করেছে পুলিশ। অভিযুক্তদের মধ্যে প্রধান দু’জন হলো উপজেলার পাতাকাটা গ্রামের চাঁন মিয়ার ছেলে সোহেল ওরফে ফল সোহেল ও মঠবাড়িয়া পৌর এলাকার বাসিন্দা রেজওয়ান। অন্য আসামিরা হলো- উপজেলার বহেরা তলা গ্রামের এনামুল হক রনি, দক্ষিণ মিঠাখালী গ্রামের হাসান সরদার, পাতাকাটা গ্রামের আখতারুজ্জামান নিজাম, মঠবাড়িয়া গ্রামের রিয়াজ হাওলাদার, বকসির ঘটিচোরা গ্রামের বেল্লাল খান, উত্তর মিঠাখালী গ্রামের বেপারী, মিরুখালী এলাকার স্বাধীন খান, জানখালী গ্রামের মোঃ বেলায়েত আকন, মোঃ রেদোয়ান গোলদার ও পৌর এলাকার মিলন। বুধবার দুপুর ১২ টায় পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং-এ পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান এ তথ্য দেন। প্রেস ব্রিফিং-এ পুলিশ সুপার শফিউর জানান, ০৬ নভেম্বর রাতে ১৭টি মামলার আসামি সোহেল ওরফে ফল সোহেলকে গ্রেপ্তার করে মঠবাড়িয়া থানায় নিয়ে যাওয়ার সময় পৌরসভার সামনে থাকা ২০ থেকে ২৫ জন পুলিশের উপর হামলা চালিয়ে সোহেলকে ছিনিয়ে নেয়। বুধবার ভোর রাতে পুলিশ অভিযান চালিয়ে মঠবাড়িয়া উপজেলা পরিষদ চত্বর থেকে ফল সোহেল ও রেজওয়ানসহ ১১ জনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ২টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলি ও ২টি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় মঠবাড়িয়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এস আই) আবদুল কুদ্দুস বাদী হয়ে মঠবাড়িয়া থানায় পুলিশের উপর হামলা ও অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করে। অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা আব্যহত রয়েছে বলে তিনি জানান।