আজকের বার্তা
আজকের বার্তা

দৌলতখানে নৌকায় ভোট চাইলেন এমপি মুকুল


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ০৮, ২০২৩ ৬:৪২ অপরাহ্ণ দৌলতখানে নৌকায় ভোট চাইলেন এমপি মুকুল
Spread the love

বার্তা ডেস্ক ॥ ভোলা-২ এলাকার এমপি আলহাজ্ব আলী আজম মুকুল দেশ ও এলাকার উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট চেয়েছেন। এমপি বুধবার তার নিজ নির্বাচনী এলাকা ভোলার দৌলতখানে উপজেলা অডিটরিয়াম মিলনায়তনে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ রাসয়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। আলী আজম মুকুল এমপি বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপি জামায়াত হরতাল অবরোধের নামে জ্বালাও পোড়াও কর্মসূচি দিয়ে পুলিশ হত্যা করছে গাড়ি পুড়ছে। দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। উন্নয়ন ব্যাহত করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। উপজেলা নির্বাহী অফিসার পাঠান মো. সাইদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মনজুর আলম খান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়রা সিদ্দিকা প্রমুখ। এ সময় দৌলতখান পৌরসভা মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার বেণু প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে এমপি ৩৯ জন কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরন করেন। অনুষ্ঠানটির আয়োজনে ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন, দৌলতখান।