বার্তা ডেস্ক ॥ ‘যেখানেই আগুন সন্ত্রাস-সেখানেই তীব্র প্রতিরোধ’ প্রত্যয় নিয়ে এবার মহাসড়ক পাহাড়ায় নেমেছেন জেলা শহরসহ প্রত্যেকটি উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। ফলে বিএনপি ও জামায়াতের ডাকা বুধবারের অবরোধ কর্মসূচির কোনো প্রভাব পরেনি বরিশালে।
এর আগে গত কয়েকদিন ধরে দক্ষিণাঞ্চলের আওয়ামী লীগের অভিভাবকখ্যাত বঙ্গবন্ধুর ভাগ্নে ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি ও জামায়াতের আগুন সন্ত্রাসীদের হাত থেকে যানবাহন ও জনসাধারণের যানমাল নিরাপদে রাখতে বিভিন্ন উপজেলার দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন। ওইসভা শেষে দলীয় নেতাকর্মীরা রাজপথে নেমেছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজপথে শক্ত অবস্থানের কারণে অবরোধের পক্ষে বুধবার বরিশালে কোন কর্মসূচি পালন করতে পারেনি বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা।
ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে বরিশালে প্রবেশদ্বার গৌরনদী উপজেলার বিভিন্ন এলাকায় বুধবার দিনভর আওয়ামী লীগের নেতাকর্মীরা অবরোধ বিরোধী নানা শ্লোগান দিয়ে মোটরসাইকেল মহড়া অব্যাহত রেখেছেন। গৌরনদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর নেতৃত্বে আওয়ামী লীগ ও তার সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীরা ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর অংশে মোটরসাইকেল মহড়া অব্যাহত রেখেছেন। সৈকত গুহ পিকলু বলেন, মহাসড়কে যানবাহন ও জনসাধারণের যানমাল নিরাপদ রাখতে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দলীয় নেতাকর্মীরা তৎপর রয়েছে। তিনি আরও বলেন, যেখানেই আগুন সন্ত্রাসের ঘটনা ঘটানোর পরিকল্পনা করা হবে, এখন থেকে সেখানেই তীব্র প্রতিরোধ গড়ে তোলা হবে। যানবাহন ও জনসাধারণের যানমালের নিরাপত্তার জন্য আগুন সন্ত্রাসীদের এখন থেকে আর ছাড় দেওয়া হবেনা বলেও তিনি উল্লেখ করেন।