বার্তা ডেস্ক ॥ পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি।
রোববার (৫ নভেম্বর) রাত ১১ টায় বরিশালের বাকেরগঞ্জে এ ঘটনা ঘটে।
জানা যায়, বরিশাল-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে বাকেরগঞ্জের বোয়ালিয়া বাহাদুরপুর গো-হাট সংলগ্ন স্থানে পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
এদিকে রাত ৯ টায় উপজেলার নিয়ামতি বাজার থেকে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নিরব হোসেন নূর’কে আটক করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ।
বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান বলেন, ‘রাতের আঁধারে ককটেল বিস্ফোরণসহ নাশকতা কর্মকাণ্ডে জড়িত কিছু যুবক বাহাদুরপুর গো-হাট সংলগ্ন স্থানে অবস্থান করছে খবর পেয়ে অভিযান চালানো হয়। এলাকায় টহল দেওয়ার সময় পুলিশের গাড়িকে লক্ষ্য করে ককটেল ছুড়ে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়া সময় লাবিব হাওলাদার ও রফিক সরকার নামের ২ জনকে আটক করা হয়েছে। তবে ককটেলটি গাড়িতে না পড়ায় কোনো ক্ষতি হয়নি।’