বার্তা ডেস্ক ॥ পটুয়াখালীর কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদর বড় উৎসব রাস মেলা উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, কলাপাড়া পৌর মেয়র বিপুল হাওলাদার, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার, ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা, থানা পুলিশ মহিপুর সহ উপজেলার সকল দপ্তরের প্রধানগন, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
চলতি মাসের শেষ সপ্তহে সনাতন ধর্মাবলম্বিদের তিনদিন ব্যাপি রাস মেলা সমুদ্র সৈকতের পাড়ে শ্রী শ্রী রাধা মন্দিরে অনুষ্ঠিত হবে। এসময় প্রায় লক্ষাধিক পূর্নাথী ও দর্শনাথীদের আগমন ঘটবে। আগতদের নিরাপত্তা সহ ধর্মীয় অনুষ্ঠানের সকল কর্মকান্ড সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে