আজকের বার্তা
আজকের বার্তা

ইন্দুরকানীতে আ’লীগের অফিসসহ ২টি দোকান আগুন


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ০৬, ২০২৩ ৬:২৭ অপরাহ্ণ ইন্দুরকানীতে আ’লীগের অফিসসহ ২টি দোকান আগুন
Spread the love

বার্তা ডেস্ক ॥ পিরোজপুরের ইন্দুরকানীতে ওয়ার্ড আ’লীগের অফিস সহ ২টি দোকান আগুনে পুরে ভুস্মিভুত হয়েছে। শনিবার গভিররাতে উপজেলার বালিপাড়া ইউনিয়নের মৃধার হাটেএ ঘটনা ঘটে ।

স্থানীয়রা জানান,শনিবার গভীর রাতে মৃধার হাটে ফজলুল হকে রমুদি দোকান,রফিকুল মাতুব্বরে চায়ের দোকান ও ২নং ওয়ার্ডের আ”লীগের অফিস আগুল লেগে ভস্মিভুত হয়,ফায়ার সার্ভিস সময়মত উপস্থিত না হওয়ায় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রন করেন। এতে মুদি দোকানে একটি গ্যাসসিলিন্ডার বিস্ফোরন হয় । দুইটি দোকানে ৮ লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে ।