আজকের বার্তা
আজকের বার্তা

স্বরূপকাঠিতে ইসলামী চক্ষু হাসাপাতালের উদ্বোধন


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ০৫, ২০২৩ ৩:৫১ অপরাহ্ণ স্বরূপকাঠিতে ইসলামী চক্ষু হাসাপাতালের উদ্বোধন
Spread the love

রাহাদ সুমন,বানারীপাড়া প্রতিনিধি ॥ পিরোজপুরের স্বরূপকাঠিতে ইসলামী চক্ষু হাসাপাতালের উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ১০টায় স্বরূপকাঠি পৌর শহরের জগৎপট্টি লোডপয়েন্টে ওই শাখার উদ্বোধন করা হয়। ইসলামী চক্ষু হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর (এমডি) মো. সরোয়ার হোসেনের সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন স্বরূপকাঠি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল হক, নেছারবাদ-কাউখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার সাবিহা মেহবুবা,নেছারাবাদ ( স্বরূপকাঠি) থানার অফিসার ইনচার্জ ( ওসি) গোলাম ছরোয়ার,সাবেক সদর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী সাখাওয়াত হোসেন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী সাইফউদ্দিন তৈমুর, স্বরূপকাঠি প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলাম,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন, স্থানীয় বিশিষ্ট সমাজ সেবক মো. মহিবুল্লাহ,মাওলানা মো.নাঈম প্রমুখ । উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কন্সালটেন্ট ডা. মো.নজরুল ইসলাম। অনুষ্ঠানের শেষান্তে মাওলানা ক্বারী মো. বেলায়েত হোসেন দোয়া মোনাজাত পরিচালনা করেন ।