আজকের বার্তা
আজকের বার্তা

চরফ্যাশনে যাত্রীবাহী বাসে আগুন


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ০৫, ২০২৩ ৩:৩৭ অপরাহ্ণ চরফ্যাশনে যাত্রীবাহী বাসে আগুন
Spread the love

বার্তা ডেস্ক: ভোলার চরফ্যাশনে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুষ্কৃতিকারীরা। শনিবার (০৪ নভেম্বর) দিবাগত রাতে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর কারণে বাস স্টেশনের ভিতরে থাকা আশপাশের গাড়িগুলো আগুন থেকে রক্ষা পেয়েছে।

ঘটনাটি ঘটেছে ভোলা জেলার চরফ্যাশনের নতুন বাস স্টেশনের ভিতরে।  উপজেলা আওয়ামী লীগের দাবি- রবিবার (০৫ নভেম্বর) থেকে সারাদেশে বিএনপির ডাকা অবরোধের প্রথমদিনে বিএনপির সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে গভীর রাতে বাস স্টেশনে অবস্থানরত একটি বাসে আগুন দেয়।

প্রত্যক্ষদর্শী নৈশপ্রহরী মোবারক হোসেন জানান, দুষ্কৃতকারীরা বাসে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

চরফ্যাশন থানার ওসি শাখাওয়াত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, এ ব্যাপারে মামলা হলে আসামিদের গ্রেফতারে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, গাড়ি পোড়ানোর ঘটনায় দায়ী দুস্কৃতিকারিদের গ্রেফতার করতে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আজ রবিবার সকালে শহরে বিক্ষোভ মিছিল বের করে।