আজকের বার্তা
আজকের বার্তা

শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিতে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ০৪, ২০২৩ ৬:৩৯ অপরাহ্ণ শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিতে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ
Spread the love

বার্তা ডেস্ক ॥ বিরোধী দলের সভা সমাবেশকে কেন্দ্র করে হামলা-মামলা দমন নিপীড়নের প্রতিবাদ, নিরপেক্ষ তদারকি সরকার গঠনসহ শ্রমিকদের ন্যায্য মজুরি আদায়ের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট।

শনিবার (৪ নভেম্বর) নগরীর অশ্বিনীকুমার টাউন হলের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।বাম গণতান্ত্রিকদের বরিশাল জেলা শাখার সমন্বয়ক অধ্যাপক শাহ আজিজুর রহমান খোকনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, অধ্যাপক মিজানুর রহমান সেলিম, অধ্যাপক নৃপেন্দ্রনাথ বারৈ, বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডাক্তার মনিষা চক্রবর্তী, অধ্যাপক দুলাল মজুমদার, আইনজীবী একে আজাদ প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা, বিরোধীদলের ডাকা সভা সমাবেশকে কেন্দ্র করে হামলা মামলা ও নিপীড়ন বন্ধ করে নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ এবং শ্রমিকদের ন্যায্য মজুরি আদায়ের দাবি জানান।